শতভাগ স্কলারশিপে আইটিতে দক্ষ হওয়ার সুযোগ ৪০ শিক্ষার্থীর

দেশসেরা আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিডিকলিং একাডেমিতে শতভাগ স্কলারশিপে আইটিতে দক্ষ হওয়ার সুযোগ পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ শিক্ষার্থী। এছাড়া ৮০ শতাংশ স্কলারশিপে ৮২ জন, ৬০ শতাংশ স্কলারশিপে ১৩৬ জন, ৫০ শতাংশ স্কলারশিপে ১১৯ জনসহ বিশ্ববিদ্যালটির সহস্রাধিক শিক্ষার্থী বিভিন্ন পরিমাণ স্কলারশিপে দক্ষতা অর্জনের জন নির্বাচিত হয়েছেন।

রোববার (৮ ডিসেম্বর) বিডিকলিং একাডেমির জেনারেল ম্যানেজার (জিএম) রনি চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দুই দিনব্যাপী সেলস কার্নিভালে বিডিকলিং একাডেমি অংশগ্রহণ করে। ব্যতিক্রমী এই আয়োজনে আইটি সেক্টরে ক্যারিয়ার, স্কিল ডেভেলপমেন্ট অপরচুনিটিসহ আইটি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের নানা প্রশ্ন সম্পর্কে আলোচনা হয়। এসময় লটারি বক্স এবং কুইজ সেশনের মাধ্যমে এক হাজারের অধিক শিক্ষার্থীকে বিডিকলিং একাডেমিতে স্কিল ডেভেলপমেন্টে ১০০ থেকে সর্বনিম্ন ২০ শতাংশ পর্যন্ত স্কলারশিপে ভর্তির সুযোগ দেওয়া হয়

স্কলারশিপ প্রাপ্তদের মধ্যে প্রথম দিনে শতভাগ স্কলারশিপ পেয়েছেন ১৮ জন, ৮০ শতাংশ স্কলারশিপ পেয়েছেন ৪২ জন, ৬০ শতাংশ স্কলারশিপ ৯০ জন, ৫০ শতাংশ পেয়েছেন ৬২ জন শিক্ষার্থী। ৪০ শতাংশ স্কলারশিপ পেয়েছেন ৫১ জন, ৩০ শতাংশ পেয়েছেন ৩৮ জন শিক্ষার্থী। এছাড়াও দ্বিতীয় দিনে শতভাগ স্কলারশিপ ২২ জন, ৮০ শতাংশ স্কলারশিপ ৪০ জন, ৬০ শতাংশ স্কলারশিপ ৪৬ জন, ৫০ শতাংশ পেয়েছেন ৫৭ জন শিক্ষার্থী। এছাড়াও ৪০ শতাংশ স্কলারশিপ পেয়েছেন ৬১ জন, ৩০ শতাংশ পেয়েছেন ৩১ জন শিক্ষার্থী। সবমিলিয়ে দুইদিনে শতভাগ থেকে ২০ শতাংশ পর্যন্ত সর্বমোট এক হাজারের অধিক শিক্ষার্থীকে বিভিন্ন সংখ্যা পরিমাণ স্কলারশিপে ভর্তি হয়ে দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া হয়।
-Dhaka Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *