স্ক্যাম প্রতিরোধে ক্রোমে যুক্ত হচ্ছে নতুন এআই সুবিধা

A neat workspace featuring a laptop displaying Google search, a smartphone, and a notebook on a wooden desk.

সাইবার হামলা থেকে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে ক্রোম ব্রাউজারে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) নতুন সুবিধা যুক্ত করতে যাচ্ছে গুগল। এই সুবিধা চালু হলে ওয়েবসাইটে প্রবেশের আগেই সেটির কাজের ধরন ও নিরাপত্তাব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে পর্যালোচনা করে ব্যবহারকারীদের জানাবে ক্রোম ব্রাউজার। এর ফলে ব্যবহারকারীরা সহজেই ম্যালওয়্যার ছড়ানো বা প্রতারণামূলক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ওয়েবসাইট সম্পর্কে আগে থেকেই জানতে পারবেন।

গুগলের তথ্যমতে, ‘ক্লায়েন্ট সাইড ডিটেকশন ব্র্যান্ড অ্যান্ড ইনটেন্ট ফর স্ক্যাম ডিটেকশন’ নামের নতুন এ সুবিধা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটের কাজের ধরন ও কনটেন্ট (আধেয়) পর্যালোচনা করে ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের সতর্ক করবে। এরই মধ্যে ক্রোম ব্রাউজারের পরীক্ষামূলক সংস্করণে নতুন সুবিধাটির কার্যকারিতা পরখ করা হচ্ছে। সুবিধাটি মূলত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে স্ক্যাম শনাক্তকরণে ব্রাউজারের নিরাপত্তাব্যবস্থাকে আরও উন্নত করবে। নতুন এই প্রযুক্তি ম্যাক, উইন্ডোজ ও লিনাক্স অপারেটিং সিস্টেমে কাজ করবে।

গুগল জানিয়েছে, নতুন এই সুবিধা বিপজ্জনক ওয়েবসাইট, ক্ষতিকর ডাউনলোড ও ঝুঁকিপূর্ণ এক্সটেনশন ব্যবহার করা থেকে ব্যবহারকারীদের সুরক্ষিত রাখবে। সুবিধাটি বর্তমানে নির্ধারিত তথ্যের মাধ্যমে ওয়েবসাইটে থাকা কনটেন্ট বিশ্লেষণ করে স্ক্যাম ও বিপজ্জনক ওয়েবসাইট শনাক্ত করছে। পরীক্ষামূলক এ সুবিধাটি আরও উন্নত করা হবে। তবে কবে নাগাদ সুবিধাটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।

সূত্র: ব্লিপিং কম্পিউটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *