হঠাৎই হাওয়া হয়ে গেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ওয়েবসাইট(এমওপিটি পোর্টাল)

হঠাৎই হাওয়া হয়ে গেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ওয়েবসাইট। অনলাইনে ওয়েব ঠিকানাটি ব্রাউজ করলেই ‘এসে দেশ বদলাই, পৃথিবী বদলাই’ নামে একটি বিজ্ঞাপন ভেসে আসে। এটি চলে যেতেই বেরিয়ে আসে কঙ্কাল রূপ। তবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইট সচল রয়েছে। একইভাবে সচল আছে মন্ত্রণালয়ের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইটও।

রবিবার এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ডাক ও টেলিযোগাযোগের মন্ত্রণালয়ের এমওপিটি.পোর্টাল.গভ.বিডি নামে সাইটের কন্টেন্ট শুন্য অবস্থায় দেখা গেছে। সেখানে ওয়েব সাইটের কোনো মেনু নেই। সাইড বারে সংযুক্ত সোশ্যাল মিডিয়া লিংক ও জরুরী নম্বরের ট্যাব থাকলেও সেগুলো নিষ্কৃয় রয়েছে।

অথচ গুগল সার্চে এই ডোমেইনটি প্রথম দিকেই দেখায়। তাই প্রশ্ন উঠেছে এই সাইটের মালিক কে? এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা থাকা দরকার বলে মনে করেন বোদ্ধারা।

সমালোচকেরা তীর্যক মন্তব্য করে বলছেন, মন্ত্রণালয়ে আগুনে পোড়ার পর থেকেই হয়তো এর ডিজিটাল ঠিকানারও কপাল পুড়েছে।

বস্তুত, সরকারের সব পোর্টল দেখভাল করে এটুআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *