মোবাইল ফটোগ্রাফিতে নতুন প্রযুক্তি

মোবাইল ফটোগ্রাফিকে নতুন মাত্রা দিতে এআই ইমেজিং প্রযুক্তি চলে এসেছে। চীনে অনুষ্ঠিত ‘ফিউচার লেন্স-২৪’ আয়োজনে তিনটি উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসে টেকনো। যার মধ্যে রয়েছে ইভিএস ডায়নামিক শট প্রযুক্তি ও ট্যাপ এনি জুম ডুয়েল প্রিজম টেলিফটো এবং ইমেজিং ম্যাট্রিক্স। প্রযুক্তি প্রতিষ্ঠানটি সম্পূর্ণ নতুনভাবে ডেভেলপ করেছে টেকনো ইমেজ ম্যাট্রিক্স বা টিআইএম। যার মাধ্যমে ইমেজিং প্রক্রিয়া পুনর্গঠন ও অপ্টিমাইজ করা যাবে। সেই সঙ্গে নতুন ও উন্নত ইমেজিং ফাংশন চালুর মাধ্যমে অসাধারণ ছবি দিতে পারে।

চলন্ত সাবজেক্টস নিখুঁতভাবে ধারণ করে ইভিএস ডায়নামিক শট প্রযুক্তি। আর দীর্ঘমাত্রার শুটিংকে আরও স্থির করে তোলে ট্যাপ এনি জুম ডুয়েল প্রিজম টেলিফটো। টেকনোর ইমেজ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) সেন্টারের পরিচালক হুয়াং শিয়াও হান বলেন, ‘এ বছরের আয়োজনে আমরা এমন প্রযুক্তি নিয়ে এসেছি, যা স্মার্টফোন দিয়ে ছবি তোলার ধারণাকে পালটে দেবে।

ব্যবহারকারী ইমেজিং প্রযুক্তির পাশাপাশি, এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আরও সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করতে পারবেন।’ চারটি স্তরের ওপর ভিত্তি করে তৈরি এ টেকনো ইমেজ ম্যাট্রিক্স। যেখানে থাকছে হার্ডওয়্যার ফাউন্ডেশন লেয়ার, ডি-কনস্ট্রাকশন লেয়ার, ইঞ্জিন রি-কনস্ট্রাকশন লেয়ার ও ট্যাপস; যা ব্যবহারকারীর জন্য অনন্য এআইনির্ভর ইমেজিং অভিজ্ঞতা নিশ্চিত করবে। ইমেজিংয়ে শ্রেষ্ঠত্ব অর্জনে নতুন নতুন উদ্ভাবনে বিনিয়োগ করছে টেকনো। ‘স্টপ অ্যাট নাথিং’ ব্র্যান্ড দর্শনের সঙ্গে মিল রেখে, প্রযুক্তি ও এআইয়ের সক্ষমতা ব্যবহারে কাজ করছে টেকনো।

এ উদ্ভাবনগুলোর বিষয়ে ইমেজ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) সেন্টারের পরিচালক হুয়াং শিয়াও হান বলেন, ‘এ বছরের আয়োজনে আমরা এমন প্রযুক্তি নিয়ে এসেছি, যা স্মার্টফোন দিয়ে ছবি তোলার ধারণাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *