
প্রতিবেশী দেশের মিডিয়া থেকে প্রপাগাণ্ডা ছড়ানো ও ডিজিটাল স্যাবোটাজের সঙ্গে সাইবার ত্রাসের বিপর্যস্ত বাংলাদেশ। জনরোষে পতিত আওয়ামী লীগ এর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে যখন নিয়মিত অপতথ্য ছড়ানো হচ্ছে, তখন একই মাধ্যমে সাইবার হামলার শিকার হচ্ছেন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কয়েকজন সমন্বয়ক ও সহ-সমন্বয়ক। নতুন করে চুয়াডাঙ্গা জীবননগরে একটি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠেছে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে।’
একের পর এক এ ধরণের ডিজিটাল ও সোশ্যাল ত্রাসের পেছনে আওয়ামী লীগের থিংক ট্যাংক খ্যাত সিআরআই এর দিকে আঙ্গুল তুলছেন অনেকেই। ডিজডটাল সুরাক্ষায় আইন প্রয়োগে শিথিলতায় পরিস্থিতি ক্রমেই অবনতি ঘটছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। এর ফলে প্রতিদিনই জ্যামিতক হারে ডিজিটাল মাধ্যমে বাড়ছে ফেইক নিউজ। সোশ্যাল হ্যান্ডেল গুলো হয়ে উঠছে প্রোপাগাণ্ডার আখড়া।
সর্বশেষ, বুধবার সন্ধ্যা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের সঙ্গে জড়িত পাঁচ জনের ফেসবুক আইডি সাইবার আক্রমণের শিকার হয়েছে। এর মধ্যে সায়েদ আবদুল্লাহ, তালাত রাফি ও ঢাবি শিবির সভাপতি সাদিক কায়েম এর ফেসবুক হ্যাকিং এসে কাল হয়েছে বলে জানা গেছে, সূত্র বলছে, বাকিদের আইডি ডিঅ্যাকটিভ করে রেখেছেন।
আক্রমণের আশঙ্কায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াসহ আরও কয়েকজন নিজেদের ফেসবুক আইডি নিজেরাই ডিঅ্যাকটিভ করে রেখেছেন।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলামের আইসিটিবিষয়ক পরামর্শক ফাইজ তাইয়েব আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আইডি হারানো ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি।
জানা যায়, বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা থেকেই সমন্বয়কদের ফেসবুক আইডি ডিজঅ্যাবল হওয়া শুরু হয়। সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করে এমন একটি দেশীয় প্ল্যাটফর্মও সমন্বয়কের ফেসবুক আইডি ডিজঅ্যাবল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
তাদের তথ্যমতে, ‘ক্র্যাক প্লাটুন’ নামক একটি হ্যাকার গ্রুপ এ সাইবার হামলার পেছনে নিজেদের দায়ও স্বীকার করেছে।
এদিকে, হারানো আইডি পুনরুদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের আইসিটিবিষয়ক পরামর্শক ফাইজ তাইয়েব আহমেদ।
বুধবার রাতে তিনি গণমাধ্যমকে বলেন, আইডি পুনরুদ্ধারে মেটার (ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান) এসিয়া প্যাসিফিক অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে আইসিটি বিভাগের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে।
এমন পরিস্থিতির মধ্যে বুধবার সন্ধ্যার দিকে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল ডিসপ্লেতে এটি ভেসে ওঠে । ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে ওঠে। মুহূর্তের মধ্যে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে ঘটনাটি দুরত্ব প্রশাসনকে জানানো হয়।
আন্দুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল রহমান জানান, বিদ্যালয় সার্ভারে ডিজিটাল ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখাটি হঠাৎ মাগরিবের নামাজের আগে ভেসে ওঠে। স্থানীয়রা দেখেই মোবাইল ফোনে জানালে দ্রুত বিষয়টি শাহাপুর ক্যাম্পের আইসি ও উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্ভারটি বন্ধ করে দেন। কিন্ত এটা কি ভাবে হলো এটা আমাদের জানা নেই।
এ বিষয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তিন সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই কার্যদিবসের মধ্যে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।