পরিচয় শনাক্ত হলো প্রায় ৩১ কোটি ডলারের বিটকয়েন চুরি করা হ্যাকার দলের

জাপানের ক্রিপ্টোকারেন্সি (ডিজিটাল মুদ্রা) এক্সচেঞ্জ ডিএমএম বিটকয়েন থেকে ৩০ কোটি ৮০ লাখ ডলার মূল্যের বিটকয়েন চুরির পেছনে উত্তর কোরিয়ার রাষ্ট্র–সমর্থিত একটি হ্যাকার দল জড়িত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। গত মে মাসের শেষ নাগাদ সংঘটিত এই সাইবার হামলাকে ডিজিটাল মুদ্রার নিরাপত্তাব্যবস্থার বিরুদ্ধে বড় ধরনের হুমকি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

এফবিআইয়ের তথ্যমতে, ডিএমএম বিটকয়েন থেকে বিটকয়েন চুরির পেছনে রয়েছে ট্রেডার ট্রেইটার নামের একদল হ্যাকার। এই হ্যাকাররা কুখ্যাত লাজারাস গ্রুপের অংশ বলে ধারণা করা হচ্ছে। লাজারাস গ্রুপ দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়া থেকে সাইবার অপরাধমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বিটকয়েন চুরির ঘটনা উত্তর কোরিয়ার রাষ্ট্র–সমর্থিত সাইবার কার্যক্রমের একটি বড় উদাহরণ, যা দেশটির অর্থনৈতিক সংকট মোকাবিলায় বিকল্প অর্থের উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে।

ডিএমএম বিটকয়েন চুরির ঘটনাটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে করা হয়েছে। বিটকয়েন চুরির জন্য হ্যাকাররা প্রথমে ডিএমএম বিটকয়েনের এক কর্মীর সঙ্গে লিংকডইনে যোগাযোগ করে। এরপর নিজেদের ভুয়া চাকরিদাতা পরিচয় দিয়ে সেই কর্মীকে প্রাথমিক নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রশ্ন–সংবলিত ফাইল পাঠায়। ফাইলটিতে ফিশিং সফটওয়্যার যুক্ত থাকায় সেটি ডাউনলোডের পরপরই সেই কর্মীর কম্পিউটারের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের দখলে। এরপর হ্যাকাররা ডিএমএম বিটকয়েনের লেনদেন ব্যবস্থায় প্রবেশ করে ৩০ কোটি ৮০ লাখ ডলার মূল্যের বিটকয়েন নিজেদের অ্যাকাউন্টে সরিয়ে নেয়।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে বৈশ্বিক অর্থনৈতিক কার্যক্রমে প্রবেশাধিকার হারানো উত্তর কোরিয়া ডিজিটাল মুদ্রা চুরিকে বিকল্প অর্থনৈতিক উৎস হিসেবে ব্যবহার করছে। ডিএমএম বিটকয়েন চুরির ঘটনা উত্তর কোরিয়ার এই কৌশলের একটি সাম্প্রতিক উদাহরণ। দেশটির হ্যাকাররা এরই মধ্যে ক্রিপ্টো এক্সচেঞ্জ হ্যাকড, ডিজিটাল ওয়ালেটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচুর ডিজিটাল মুদ্রা চুরি করেছে।

সূত্র: ব্লিপিং কম্পিউটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *