বিডিইউতে এআই নিয়ে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এআই ফর ইমারসিভ টেকনোলজি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হলো আজ মঙ্গলবার। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বিডিসেট প্রকল্পের অধীনে প্রশিক্ষণ পরিচালনা করবে ডি ক্রাউড আইটি লি।

এজন্য একই দিনে প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান এবং বিডিসেট প্রকল্পের পক্ষে স্বাক্ষর করেন ডি ক্রাউড আইটি লি. এর ব্যবস্থাপনা পরিচালক রক্তিম শর্মা।

এরপর প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এ ধরনের প্রশিক্ষণকে সবসময় গুরুত্ব দিতে হবে। যত কষ্টই হোক এসব প্রশিক্ষণের জন্য সময় বের করে নিবে। এর মাধ্যমেই তোমরা দেশের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে।

বিডিসেট প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোঃ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইটি বিজনেস ইনকিউবেটর চুয়েট এর পরিচালক ও আই-ইইই বাংলাদেশ সেকশন এর পরিচালক অধ্যাপক ড. মো. মশিউল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের আই.আর.ই. বিভাগের প্রভাষক এবং এনআইসিসি সেলের পরিচালক মোঃ তৌকির আহম্মেদ।

উদ্বোধনী অনুষ্ঠান ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানটি সমন্বয় করেন বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল এন্ড ইন্টারন্যশনাল কোলাবোরেশন সেল (এনআইসিসি)। এসময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *