ন্যাশনাল ড‍্যাশবোর্ড তৈরি করছে আইসিটি বিভাগ

ন্যাশনাল ড‍্যাশবোর্ড বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে তথ‍্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এরই অংশ হিসেবে আইসিটি বিভাগ ও এর অধীনস্থ দপ্তর/সংস্থা/প্রকল্প-এর কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণে শুরু হয়েছে দুই দিনের কর্মশালা। কর্মশালায় স্ব-স্ব কার্যক্রমের ডাটা ন্যাশনাল ড্যাশবোর্ড ফ্রেমওয়ার্ক তৈরি করছেন অংশগ্রহণকারীরা।

রবিবার (২৯ ডিসেম্বর) ঢাকাস্থ কৃষিবিদ ইন্সটিটিউশনে শুরু হওয়া এই কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাকসেস টু ইনোভেট (এটুআই) প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ মামুনুর রশীদ ভূঞা; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-এর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ মেহেদী হাসান এবং এটুআই-এর হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালায় এটুআই-এর হেড অব ডাটা লিডারশিপ অ্যান্ড রিসার্চ আনোয়ারুল আরিফ খান ন্যাশনাল ড্যাশবোর্ড ফ্রেমওয়ার্ক সম্পর্কে একটি ধারণামূলক উপস্থাপনা প্রদান করেন। এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে নিজেদের কাজগুলো ভিজুয়ালাইজ করে আইসিটি বিভাগের জন্য একটি ড্যাশবোর্ড প্রস্তুত করা হচ্ছে।

এই ড্যাশবোর্ডের মাধ্যমে নীতি-নির্ধারণী পর্যায়ের কর্মকর্তারা টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)-সহ জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় উপাত্ত-নির্ভর সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *